
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তীব্র প্রতিযোগিতার বাজারে ক্রমেই পিছিয়ে পড়ছে বিএসএনএল। যেভাবে অন্য প্রতিষ্ঠানগুলি নিজেদের নানা ধরণের অফার দিয়ে সকলের মন জয় করে নিয়েছে সেখানে আর সেভাবে পেরে উঠছে না বিএসএনএল। তাই এবার তারাও আসরে নামল। নিয়ে এল দারুণ অফার।
প্রতিসময় দেশে কমছে বিএসএনএনের গ্রাহক। তাদের পুরনো ধরণের অফার নিয়ে আর চিন্তা করেনা গ্রাহকরা। তাই তারা মুখ ফিরিয়ে নিয়েছে এই সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে। তবে এতে হতাশ নয় বিএসএনএল। তারা এবার নতুন বছরের শুরু থেকেই গ্রাহক ধরতে নানা ধরণের অফার শুরু করতে চলেছে।
যাদের বিএসএনএল সিম রয়েছে তারা এই অফারটি নিতে পারেন। অন্যদিকে যাদের অন্য সিম রয়েছে তারাও এই অফারটি ভেবে দেখতে পারেন। বিএসএনএল এবার নিয়ে এল ১৫১ টাকার রিচার্জ প্ল্যান। এর সময়সীমা রয়েছে ৩০ দিন। এখানে মোট ডাটা পাবেন ৪০ জিবি। এছাড়া আনলিমিটেড ফ্রি কলের সুবিধা তো থাকছেই।
এরপর তারা নিয়ে এসছে ১৯৮ টাকার রিচার্জ প্ল্যান। এখানে সময়সীমা থেকছে ৪০ দিনের জন্য। এখানে রোজ ২ ডিজি করে ডাটা পাওয়া যাবে। সেই ডাটার স্পিড থাকবে ৪০ কেবিপিএস। থাকছে আনলিমিটেড কলের সুবিধাও।
এরপর রয়েছে ৪১১ টাকার রিচার্জ প্ল্যান। এর সমসমীমা থাকছে ৯০ দিনের জন্য। মোট ডাটা আপনি পাবেন ১৮০ জিবি। মানে হল প্রতিদিন ২ জিবি করে। থাকছে আনলিমিডেট কলের সুবিধা।
প্রতিদিন যেভাবে এয়ারটেল এবং ভি দেশের বিভিন্ন এলাকায় নিজেদের নেটওয়ার্ককে ছড়িয়ে দিয়েছে সেখান থেকে দেখতে হলে অনেকটা পিছিয়ে পড়েছে বিএসএনএল। তাই তারা এবার এই ধরণের অফার নিয়ে এসে সকলকে চমক দিতে চাইছে। দেশের অন্যতম পুরনো এই নেটওয়ার্ক ব্যবহার করলে লাভ হবে সকলের। নতুন এই অফার থেকে যাদের অন্য সিম রয়েছে তারাও এই সিম নিতে পারেন। চলতি বছর থেকেই তাই ঘুরে দাঁড়াতে চাইছে বিএসএনএল। এবার দেখার তারা কতটা সফল হয়।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও